আজ ২৬ এপ্রিল ২০২৩ খ্রি. "শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প" এর আওতায় "আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৩" উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর ফেনী এর আয়োজনে এবং জেলা প্রশাসন, ফেনী এর সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়, সেই সাথে শব্দ দূষণ বিরোধী লিফলেট বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । এতে ফেনী জেলার মান্যবর জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), জেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার জনগণ সক্রিয় অংশগ্রহণ করেছেন।মোবাইল কোর্টে ৪টি মামলা দায়ের এবং ৩৫০০/- জরিমানা করা হয় ও ৮টি হর্ন জব্দ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস